মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধ সড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকালে কর্মবিরতি শুরু করে টঙ্গীর বাদাম এলাকার এ্যাননটেক্স গ্রুপের সুপ্রভ স্পিনিং মিলসের শ্রমিকরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা নৌকাযোগে তুরাগ নদী পার হয়ে টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় প্রায় দুই ঘণ্টা ওই সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ ছিল।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে এ্যাননটেক্স গ্রুপের সুপ্রভ স্পিনিং মিলের প্রায় ৮০০ শ্রমিক গত ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানায় কর্মবিরতি পালন শুরু করে। পরে তারা নৌকাযোগে নদী পার হয়ে সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী-আশুলিয়া ধউর ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে। এরপর শ্রমিকদের একদল প্রতিনিধি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। কারখানা কর্তৃপক্ষ বেতনের আশ্বাস দিলে আন্দোলনকারীরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয়। ওসি বলেন, শ্রমিকরা কারখানায় অবস্থান করছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। মিলের শ্রমিক রহমান বলেন, কারখানার প্রায় ৮০০ শ্রমিকের ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও বেতন দেয়নি। তাই বাধ্য হয়ে অবরোধ করেছে শ্রমিকরা।

 

সর্বশেষ খবর