সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

গলাচিপায় ব্রিজ ভেঙে দুর্ভোগ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় ব্রিজ ভেঙে দুর্ভোগ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পূর্ব বাঁশবুনিয়া গ্রাম। এ গ্রামের শেরুখার বাজার সংলগ্ন খালের ওপর দীর্ঘদিন আগে নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে পড়েছে। পথচারী পারাপারের সময় গত শনিবার বিকালে ব্রিজের এক প্রান্ত ভেঙে যায়। ব্রিজটি স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষকসহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম। আয়রন ব্রিজটি ভেঙে যাওয়ায় আমখোলা ইউনিয়নের বাজার, উপজেলা সদর ও স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার একমাত্র পথ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা।  ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। অতি দ্রুত মেরামত করে জনগণের দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি সদস্য বাদল খান। সরেজমিন দেখা যায়, গলাচিপা উপজেলার পূর্ব বাঁশবুনিয়া গ্রামের শেরুখার বাজার সংলগ্ন খালের ওপর নির্মিত আয়রন ব্রিজের পশ্চিম পাশ ভেঙে পানিতে নিমজ্জিত হয়েছে। ব্রিজটি ভেঙে পড়ার সময় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এর ওপরে থাকা লোকজন। তবে খালের দুই পাড়ে থাকা হাজার হাজার মানুষ পড়েছেন ভোগান্তিতে। কৃষকরা তাদের পণ্য সরবরাহ করতে পারছেন না। এতে তারা ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন। প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম বলেন, আমরা ব্রিজের পূর্ব পাড় থেকে পশ্চিম প্রান্তে পৌঁছামাত্র বিকট শব্দ হয়। ব্রিজ থেকে নেমে যাওয়ামাত্র একাংশ ভেঙে পড়ে। ওই গ্রামের বাচ্চু শরীফ বলেন, অনেক পুরনো লোহার ব্রিজটি ভেঙে পড়ায় আমরা খাল পারাপার হতে পারছি না। অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। ব্রিজটি নতুন করে তৈরি না হলে আমাদের দুর্ভোগের শেষ থাকবে না। ইউপি সদস্য বাদল খান বলেন, ব্রিজটি দুই পারের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেঙে যাওয়ার খবর ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। স্থানীয় আমখোলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনির হাওলাদার বলেন, বিষয়টি ইউএনওকে জানানো হবে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর