সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

নিজ জেলায় পরীক্ষার্থীদের নিয়োগ কেন্দ্র দাবি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিজ জেলায় অনুষ্ঠিত হওয়ার দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের সাধারণ পরীক্ষার্থীরা। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গতকাল বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় হাসিবুল শেখ, নিকুঞ্জ বিশ্বাস, চন্দ্রা দাস’সহ অনেকে বক্তব্য রাখেন। এ মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এমনিতেই বেকার, অর্থনিতিতে সমস্যায় আছি। অনেক নারী পরীক্ষার্থী বিবাহিত তাদের অনেকের ছোট সন্তান রয়েছে। অনেকে আবার সন্তান সম্ভাবনা থাকায় ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়া খুবই কষ্টকর। আমাদের মতো বেকার যুবক-যুবতীদের পক্ষে ঢাকায় যাতায়াত খরচ, থাকা খাওয়া খরচ বহন করা অসম্ভব। নিজ জেলায় পরীক্ষা হলে আমরা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব। -গোপালগঞ্জ প্রতিনিধি

বাড়িঘরে হামলা লুট, আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাড়িঘরে হামলা, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাঁধা দেওয়ায় চারজনকে কুপিয়ে জখম করেছে হামলাকারীরা। উপজেলার বানিয়াদি এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, নাসরিন বেগম, হাফেজ মিয়া, লসিয়া বেগম ও আরাফাত। তাদের রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার শিকার নাসরিন বেগম জানান, ১৪-১৫ জন লোক রাতে দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আসবাবপত্র ভাঙচুর করতে থাকে তারা। বাঁধা দিলে তাকে মারধর করে। পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে। -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর