বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা

বিএনপির ৪৩৩ জনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপি সভাপতি মোর্শেদ মিল্টনকে প্রধান আসামি করে ১৩৩ জনের নামসহ ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বেলা ১১টায় গাবতলী পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজার রহমান পাইকার বাদী হয়ে গাবতলী মডেল থানায় এ মামলা করেন। থানা পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বগুড়া জেলা মহিলা দলের যুগ্মসাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রণি প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বিএনপির সম্মেলনে বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে ২৯ মে বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন।

রণির বিরুদ্ধে ২৮ মে গাবতলী মডেল থানায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রণি বাদী হয়ে মামলা করেছেন। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

সর্বশেষ খবর