জামালপুরের মেলান্দহের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশন ফি বৈষম্যের প্রতিবাদে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের দাবি অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের সেশন চার্জ চারগুণ বেশি ধার্য করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অন্যান্য বিভাগের সেশন চার্জ ৫ হাজার টাকা নির্ধারণ করেছে। ফিশারিজ বিভাগের সেশন চার্জ নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ২৫০ টাকা। এতে ফিশারিজ বিভাগের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২৯ মে থেকে ৩১ মে আন্দোলনে নামেন। তারা ক্লাস বর্জনসহ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে রাখেন। শিক্ষার্থীদের দাবি অন্যান্য বিভাগের তুলনায় সেশন ফি দ্বিগুণ অর্থাৎ ১০ হাজার টাকা হতে পারে। চারগুণ হওয়ার বিষয়টি অযৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল মান্নান জানান, গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে বৈঠক শেষে দাবি মেনে নেওয়া হয়েছে।