মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ থ্রি হুইলার শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ থ্রি হুইলার শ্রমিকদের

থ্রি হুইলার শ্রমিকদের ওপর বাস মালিক সমিতির নির্যাতন ও হয়রানির প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বরিশাল-পটুয়াখালী সড়কের হিরন পয়েন্ট এলাকায় গতকাল এ অবরোধ করেন তারা। অবরোধের কারণে মহাসড়কের ওই এলাকায় যানজট সৃষ্টি হয়। থ্রি হুইলার শ্রমিকদের বিক্ষোভে সংহতি প্রকাশ করেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। তিনি বাস মালিক সমিতির অবৈধ স্ট্যান্ড প্রত্যাহার এবং মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালুর দাবি জানান। মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান ও বন্দর থানার ওসি আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। বরিশাল রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ খবর