মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা
মামলা নেয়নি পুলিশ

পত্রিকা এজেন্টের ছেলেকে হত্যাচেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদকবিরোধী একটি পোস্টকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এজেন্ট দৌলত ম লের ছেলে নাবিল ম লের (৩০) ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার প্রেস ক্লাব-সংলগ্ন সাফিন কনফেকশনারিতে একদল সন্ত্রাসী এ হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা পত্রিকা বিক্রির নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং দোকানের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মালামাল ক্ষতিসাধন করে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলেও পুলিশ চার দিনেও মামলা নেয়নি। আহত নাবিল কনফেকশনারি ব্যবসার পাশাপাশি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। হামলার শিকার নাবিল ম ল জানান, গত ৯ জুন তার নিজ ফেসবুকে একটি মাদকবিরোধী পোস্ট করেন। পোস্টটি দেখে জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শাহাদত হোসেন মুন্না ও তার সহযোগী হাকিম ম ল পোস্টটি মুছে দিতে বলেন এবং নানাভাবে হুমকি দেন। পোস্ট মুছে না দেওয়ায় পরদিন রাতে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও শাহাদত হোসেন মুন্নাসহ ২০-২৫ জন উত্তেজিত অবস্থায় আমার কনফেকশনারিতে আসেন। এ সময় আমিনুল ইসলামের নির্দেশে ২০-২৫ জন আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট এবং দোকান ভাঙচুর ও লুটপাট চালায়।

 ধারালো অস্ত্রের আঘাতে এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি আরও জানান, যারা আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছেন তাদের মধ্যে মুন্নাসহ প্রায় সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তারা মাদকসহ পুলিশের হাতে ধরাও পড়েছেন। নাবিলের বাবা দৌলত ম ল জানান, ঘটনার পরদিন থানায় ১৩ জন নামীয়সহ চার/পাঁচজন অজ্ঞাত আসামি দিয়ে লিখিত এজাহার জমা দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ১ নম্বর আসামি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের নাম মামলা থেকে বাদ দিয়ে এজাহার জমা দিতে বলেন। এ ছাড়া তিনি মামলা রেকর্ড করবেন না বলে ফিরিয়ে দেন।

সর্বশেষ খবর