আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু ৭৫-এ স্বাধীনতা বিরোধীরা জাতির জনককে সপরিবারে হত্যার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা শুরু করেছে। আমাদের দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবিত থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ না করা গেলে স্বাধীনতা বিরোধীরা ইতিহাস বিকৃত করে আগামী প্রজন্মকে ভুল শিক্ষা দেবে। তাই ৭১-এর মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। গতকাল দুপুরে জামালপুর শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর অভ্যন্তরে মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা আজম এসব কথা বলেন। জামালপুর জেলা পরিষদের আয়োজনে সভায় জেলা পরিষদের প্রশাসক ফারুক আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর এমপিসহ অনেকে।