নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত রাজিয়া সুলতানা কাকলীর মা খন্দকার তাছলিমা বেগম বাদী হয়ে গতকাল আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরে আলম জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। উল্লেখ্য, আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী পশ্চিমপাড়া এলাকায় রবিবার ভোরে রাজিয়া সুলতানা কাকলী ও তার ছেলে তালহাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।