গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের প্রলোভনে ঢাকা থেকে এক পোশাক শ্রমিককে এনে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌর কাউন্সিলর হাবিবসহ সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গতকাল সুন্দরগঞ্জ থানার ওসি ইফতেখার মোসাদ্দেক জানান, সুন্দরগঞ্জ পৌর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কাজ করতে গিয়ে নেত্রকোনার এক তরুণীর সঙ্গে কামরুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ জুলাই ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কামরুল সুন্দরগঞ্জের পৌর এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন। ওসি জানান, ২৫ জুলাই ওই নারী কৌশলে পালিয়ে সুন্দরগঞ্জ থানায় এসে অভিযোগ করে বলেন ৭ জুলাই থেকে তাকে আটকে রেখে সুন্দরগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাবিবসহ সাত জন মিলে ধর্ষণ করে আসছে। পুলিশ ওই নারীকে ২৬ জুলাই শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে নেন। পরে তিনি সাত জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেন। ওসি আরও জানান, গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।