পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে তৃতীয়বারের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দীর্ঘ পথ হাঁটলেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। ৪৫ কিলোমিটার হেঁটে নেত্রকোনার নাজিরপুর যুদ্ধ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। মঙ্গলবার ভোরে হাঁটা শুরু করে ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছেন কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িয়ায়। নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিমল পাল পদযাত্রা করেছিলেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় পরিচ্ছন্ন মানসিকতাসম্পন্ন তরুণ প্রজন্ম বিনির্মাণে এবং আদর্শবান দেশপ্রেমিক নাগরিক তৈরিতে এ পদযাত্রা।’ তিনি প্রথম পদযাত্রা করেছিলেন ১০ ডিসেম্বর ময়মনসিংহ হানাদারমুক্ত দিবস উপলক্ষে। হালুয়াঘাট থেকে ময়মনসিংহ সদর পর্যন্ত ৫০ কিলোমিটার হেঁটেছিলেন। দ্বিতীয়বারত ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের স্মরণে ময়মনসিংহ থেকে ভালুকা পর্যন্ত ৫২ কিলোমিটার পদযাত্রা করেন বিমল। ২৬ জুলাই ছিল নেত্রকোনার কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১-এর এদিন নাজিরপুরে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে প্রাণ হারান সাতজন বীর মুক্তিযোদ্ধা।