শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

পাহাড়ি নারীদের উত্তরাধিকার নিশ্চিত করার দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি

‘পাহাড়ের নারীদের উত্তরাধিকার নিশ্চিত করুন’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পার্বত্য নারী সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল উইমেন রিসোর্স নেটওয়ার্কের উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। সরকার নারী-পুরুষের সমতা ও নারী ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছে মন্তব্য করেন তিনি। অ্যাড. সুস্মিতা চাকমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিসত্তাগুলোর পারিবারিক আইন তারাই নির্ধারণ করেন।

সর্বশেষ খবর