বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়, বহিষ্কার দাবি

বাগেরহাট প্রতিনিধি

‘ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে নির্বিচারে পুলিশ গুলি চালিয়ে স্বেচ্ছাসেবক দলনেতা আবদুর রহিমকে হত্যা করার বিষয়টি একটি দুর্ঘটনা। পুলিশ জনগণের বন্ধু। ইতিপূর্বে কখোনই এমন ধরনের ঘটনা নাই। ভোলার ঘটনাও একটি দুর্ঘটনা। আশা করি পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের কখনোই দূরত্ব সৃষ্টি হবে না। বাগেরহাটে বিদ্রোহী গ্রুপের বিক্ষোভ সমাবেশে সংগঠন বিরোধী এমন বক্তব্য রেখে তোপের মুখে পড়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। বিএনপির এই নেতার দেওয়া বক্তব্য পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয় তোলপাড়। সংগঠন বিরোধী বক্তব্য রাখায় তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে গত কয়েক দিন ধরে বাগেরহাট জেলা, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী নেতা-কর্মীরা রাস্তায় নেমে মিছিল সমাবেশ ও কুশপুত্তলিকাও দাহ করছেন। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা জানান, গত ২ আগস্ট ভোলা জেলা বিএনপি নেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে গতকাল এ সমাবেশ করে।

সর্বশেষ খবর