বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে নিরাপদ যান চলাচল নিশ্চিত গোপালগঞ্জ সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল দুপুরে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে ওই সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে মহাসড়কের পাশে গড়ে ওঠা প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে ওই মহাসড়কের চন্দ্রদিঘলীয়া, বিজয়পাশা, ফুকরাসহ সব বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে উচ্ছেদ অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস। উচ্ছেদ অভিযানে গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, মো. শিবলী সাদিক, সার্ভেয়ার মো. মামুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন বলেছেন, মহাসড়ক যান চলাচলের জন্য, কারও ব্যবসাপ্রতিষ্ঠান খোলার জন্য নয়। তাই মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে আমাদের উচ্ছেদ অভিযান পর্যায়ক্রমে চলবে। নিজেদের যানমালের নিরাপত্তা, যানবাহন চলাচলে নিরাপত্তা, পথচারীদের নিরাপত্তার স্বার্থে কেউ যেন মহাসড়কের ঢালে অবৈধ স্থাপনা তুলে অর্থিক ক্ষতির সম্মুখীন না হন তার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা।

সর্বশেষ খবর