প্রাইভেটের টাকা বাকি থাকায় এসএসসি পরীক্ষা চলাকালীন শিমুল নামে এক পরীক্ষার্থীর প্রবেশপত্র কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে শিক্ষার্থীর পিতা বকেয়া টাকা দিলে প্রবেশপত্র ফেরত দেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার শারীরিক ও কর্মজীবনমুখী শিক্ষা বিষয়ে অনুষ্ঠিত হওয়া পরীক্ষাকালে শিবগঞ্জ উপজেলার চাতরা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে। এ ঘটনার পর শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, শিবগঞ্জ উপজেলার চাতরা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক গোলাম রাব্বানীর কাছে মাসিক ৩০০ টাকা বেতনে প্রাইভেট পড়ত একই বিদ্যালয়ের শিক্ষার্থী শিমুল। শিমুল প্রাইভেট পড়ার টাকা সময়মতো দিতে না পারায় এ ঘটনা ঘটান শিক্ষক গোলাম রাব্বানী। এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্র শিমুল বলেন, আমি স্যারের কাছে ৩০০ টাকা মাসিক বেতনে ছয় মাস পড়ে আর যাইনি। এই ছয় মাসের টাকা মোট ১ হাজার ৮০০ টাকার মধ্যে ১ হাজার ৬০০ টাকা দিয়েছিলাম। বাকি ২০০ টাকা পরে দেওয়ার কথা ছিল।