শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

একই লাইনে দুই ট্রেন, দেড় ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একই লাইনে চলে আসায় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে দুটি ট্রেন। গতকাল দুপুর ৩টার দিকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ও ৬০৪ নম্বর কনটেইনার ট্রেনের মাঝে এ দুর্ঘটনার শঙ্কা  দেখা দেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রেলপথে অন্তত দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও আজমপুর স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা আটকা পড়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফরমে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস দাঁড়ানো ছিল। একই সময়ে প্রায় ১০০ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী ৬০৪ নম্বর কনটেইনার চলে আসে। ট্রেনের সহকারী চালক আবু তালহা জানান, সিগন্যাল পেয়েই আখাউড়ায় প্রবেশ করছিলেন। এ সময় সামনে ট্রেন দেখে জরুরি ব্রেক ধরে ট্রেন থামিয়ে  ফেলেন। স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলাম বলেন, ‘চালক সিগন্যাল অতিক্রম করেছেন। কেন তিনি এটা করলেন আমি জানি না। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলিফ হোসেন সিকদার জানান, সৃষ্ট সমস্যার সমাধান শেষে সবগুলো লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এতে আটকে পড়া ট্রেনগুলো তাদের নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

সর্বশেষ খবর