ফেনীর সোনাগাজীতে অনলাইনে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শনিবার সকালে উপজেলা সদরের জিরো পয়েন্টে অনলাইন আবেদনকারী মুক্তিযোদ্ধা পরিষদের ব্যানারে এ মানববন্ধন হয়। সংগঠনের সভাপতি জেড এম কামরুল আনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিব উল্যাহর সঞ্চালনায় এতে অনলাইনে আবেদনকারী মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। আন্দোলনকারীরা ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এই স্লোগানে এলাকা প্রকল্পিত করে তোলেন। মুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে তারা দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেন। বিভিন্ন কারণে তারা মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্ত হতে পারেননি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দেন প্রকৃত যেসব মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হতে পারেনি, তারা যেন প্রয়োজনীয় প্রমাণসহ অনলাইনে আবেদন করেন।
সে অনুযায়ী ২০১৭ সালে সারা দেশে অনুমোদিত যাচাই-বাছাই কমিটির মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়। কিন্তু সে থেকে অদ্যাবধি সোনাগাজীতে যাচাই-বাছাই কার্যক্রম শুরু করা হয়নি। চলতি বছরের ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত যাচাই-বাছাই সম্পন্ন করতে গণবিজ্ঞপ্তি জারি করলেও ফেনী-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি নেতা লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরীর হস্তক্ষেপের কারণে তা আবার স্থগিত হয়ে যায়। এ নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গত ২৭ সেপ্টেম্বর চিঠির মাধ্যমে কার্যক্রম দ্রুত শেষ করতে বললেও অদৃশ্য কারণে তা বন্ধ রয়েছে। শেখ হাসিনার নির্দেশনা থেকেও অদৃশ্য শক্তির ক্ষমতা বেশি কিভাবে হয় সে নিয়েও তারা প্রশ্ন তোলেন। মুক্তিযোদ্ধারা বলেন, সোনাগাজীতে ৬২৪ আবেদনকারী রয়েছেন। এর মধ্যে অনেক আবেদনকারী মৃত্যুবরণও করেছেন। তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা দ্রুত করতে তারা সরকারের প্রতি জোরালো দাবি জানান। এ সময় তারা আরও বলেন, দাবি আদায় না হলে আগামীতে বৃহত্তর কঠোর আন্দোলনে যাবেন।