লালমনিরহাটের আদিতমারীতে কাঁথা সেলাইয়ের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো আসামিরা ভুক্তভোগীর বাড়ি গিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে গতকাল এলাকাবাসী বিক্ষোভ করেছেন। তারা বলছেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের না দেখার ভান করছে। আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, পুলিশ মামলাটি নিয়ে কাজ করছে। আশা করছি, আসামিরা শিগগিরই গ্রেফতার হবে। মামলা সূত্রে জানা যায়, ৯ নভেম্বর বিকালে প্রতিবেশী আসাদ মিয়ার স্ত্রী খুকি বেগম কাঁথা সেলাইয়ের কথা বলে ওই গৃহবধূকে তাদের বাড়ি ডেকে নিয়ে যান। আসাদের বাড়িতে গিয়ে তাদের শোয়ার ঘরে ঢোকামাত্র অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। আসাদের দুই সহযোগী মিলন মিয়া ও কুলু মিয়া ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং তা দেখিয়ে তারাও ধর্ষণ করেন। ধর্ষণ শেষে আসামিরা এ ঘটনা কাউকে জানালে তার দুই সন্তানসহ পরিবারের সদস্যদের মেরে ফেলার এবং ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। পরবর্তীতে ভিডিও দেখিয়ে আবারও গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে সাংবাদিকদের জানান ভিকটিমের স্বামী। ঘটনার দুই দিন পর গৃহবধূর সন্তানের ম্যাসেঞ্জারে ধর্ষণের ভিডিও পাঠানো হয়। ১২ নভেম্বর রাতে গৃহবধূ বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করেন। আসামি করা হয় আসাদ মিয়া, মিলন মিয়া ও কুলু মিয়াকে। পুলিশ মামলা নথিভুক্ত করলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।