‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা শহরের কলেজ মোড়ে আউটার স্টেডিয়ামে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলার আয়োজন করে জেলা প্রশাসন। গতকাল সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মেলা প্রাঙ্গণের উদ্বোধনী আলোচনা সভা হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার রংপুরের পরিচালক ফজলুল কবীর, পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্য্যান জাফর আলী। আলোচনা শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন অতিথিরা। পরে তারা সব স্টল ঘুরে দেখেন। আজ বিকালে কুইজ প্রতিযোগিতার পর বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠান হবে। ফজলুল কবীর জানান, আমরা ফোরআইআর এ যুক্ত হচ্ছি। অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবে যাচ্ছি। ভবিষ্যৎ প্রজন্ম যে চ্যালেঞ্জ নিয়ে এগোবে সেই চ্যালেঞ্জটা তাদের সামনে দাঁড় করানোই মেলার উদ্দেশ্য।