শেরপুরের শ্রীবরদীতে বিএনপির ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা করেছে তাদের বিরুদ্ধে। মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। গ্রেফতার সবাই ইউনিয়ন পর্যায়ের বিএনপির বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী। গত শুক্রবার রাত ৮টার দিকে পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিএনপি বলছে, কোনো কারণ ছাড়া পুলিশ গ্রেফতারের নাটক সাজিয়েছে। চলমান আন্দোলনে ভীত হয়ে সরকার পুলিশ ব্যবহার করে অতীতের মতো গায়েবি মামলা দিয়ে দমন করতে চাচ্ছে। পুলিশের দাবি, গত শুক্রবার বিকালে শ্রীবরদী পৌর তাঁতি দল আয়োজিত কর্মী সমাবেশে যাওয়ার পথে এবং শেষ করে ফেরার পথে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান ও উচ্ছৃঙ্খল আচরণ করেন নেতা-কর্মীরা। বাড়ি ফেরার পথে তাদের থামানোর চেষ্টা করলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।