নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র ও সাড়ে ১৯ ভরি লুণ্ঠিত স্বর্ণসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ১০/১৫ মুখোশধারী ডাকাত দল গত ২৭ অক্টোবর সোনাইমুড়ী পৌরসভার পূর্ব চাঁদমিয়া ব্যাপারী বাড়িতে প্রবেশ করে গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের লোকজনের হাত পা বেঁধে ও মুখে কাপড় লাগিয়ে আলমারি ভেঙে সাড়ে ১৯ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় নগদ ৩৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল নাজমুল হাসান রাজিব ও সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হকের নেতৃত্বে নোয়াখালী, চট্টগ্রাম ও ফেনীতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে রবিবার রাতে সাত ডাকাতকে গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী স্বর্ণগুলো উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো খোরশেদ আলম টিপু (৩৭), ফারুক (৪০), মোহন (২৬), ইউসুফ (৩৫), মুরাদ হোসেন (৪৫), মোঃ রুবেল (২৬) ও নুর ইসলাম (৩৫)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করেছে।