রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ধর্ষণ মামলা আপস করতে অর্থ দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আদালতে ধর্ষণের ডিএনএ রিপোর্ট দাখিল না করে মামলায় আপস মীমাংসা করে দিতে আসামি পক্ষের কাছে পুলিশের এক উপ-পরিদর্শক দেড় লাখ টাকা দাবি করেছে। গতকাল ফতুল্লা মডেল থানার এসআই গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ এনে আসামির পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ করা হয়েছে। এর আগে গত বুধবার একই অভিযোগে স্বরাষ্ট্র সচিব, ডিআইজি, পুলিশ হেড কোয়ার্টারসহ বিভিন্ন দফতরে দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ফতুল্লার কোতালেরবাগ এলাকার মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ইউনুছ আলীর ছেলে রিপনের বিরুদ্ধে (২৩) এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২৫ আগস্ট বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তখন রিপন কোনো ধর্ষণের সঙ্গে জড়িত নয় বলে প্রতিবাদ করলেও এসআই গিয়াস উদ্দিন তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর থেকে রিপন এখন পর্যন্ত ধর্ষণ মামলায় কারাগারে বন্দি রয়েছে। তদন্তকারী অফিসারের কাছে ডিএনএ রিপোর্ট তলব করেছেন আদালত।

সর্বশেষ খবর