কেরানীগঞ্জে অপহৃত শিশু নুনিয়া ইসলামকে (৪) রাজধানীর চকবাজার থেকে উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। গ্রেফতাররা হলেন বিল্লাল হোসেন, সাগর ও জুয়েল। র্যাবের মিডিয়া সেল থেকে গতকাল বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র্যাব-১০ জানায়, মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে রাজধানীর চকবাজার থানার সোয়ারীঘাট এলাকায় অভিযান চালিয়ে নুনিয়াকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। র্যাব আরও জানায়, গত সোমবার সন্ধ্যায় বিল্লাল তার মামাতো বোন নুনিয়াকে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাইরে নিয়ে যান। কিছুক্ষণ পর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিল্লাল পূর্বপরিকল্পিতভাবে মুক্তিপণ আদায়ের উদ্দেশে প্রথমে ভিকটিমকে নিয়ে যান জিঞ্জিরা ফেরিঘাটে। এরপর সহযোগী সাগর ও জুয়েলকে খবর দেন। সাগর এসে ভিকটিমের বাবাকে মোবাইল ফোনে মেয়েকে অপহরণের বিষয়ে জানান এবং জীবিত ফেরত পেতে ৫ লাখ টাকা দাবি করেন। ভিকটিমের বাবা দাবিকৃত টাকা সংগ্রহ করতে না পেরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করেন। এরপরই অপহৃতকে উদ্ধারে অভিযানে নামে র্যাব।