নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। ৪০ দিনের কাজে শ্রমিক অনুপস্থিতি, তদারকির অভাব ও অনুপস্থিত শ্রমিকদের হাজিরা দেখিয়ে মজুরির টাকা সংশ্লিষ্টরা পকেটে পুরছেন- আছে এমন অভিযোগও।
অতি দরিদ্রদের কর্মসংস্থানের মাধ্যমে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের আশপাশ, স্কুল, কলেজ, ধর্মীয়সহ সব সরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে মাটিভরাট কাজ বাস্তবায়নে প্রকল্প চলমান রয়েছে। নাটোরের প্রতিটি ইউনিয়নে চলছে এ প্রকল্পের কাজ। চাপিলা ইউনিয়নের তিনটি ওয়ার্ডে প্রকল্প চলমান থাকলেও তালিকায় যে পরিমাণ শ্রমিক থাকার কথা, কোথাও কোথাও তার অর্ধেক দিয়ে কাজ করানো হচ্ছে। এ ছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও প্রভাবশালীদের নাম শ্রমিকের তালিকায় অন্তর্ভুক্ত করে দীর্ঘদিন ধরে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নান বলেন, তালিকাভুক্ত সব শ্রমিক কাজ করছে। যদি কোনো শ্রমিক কাজ না করে তাকে হাজিরা খাতায় অনুপস্থিত দেখানো হয়। যারা কাজ করবে না তাদের টাকা দেওয়া হবে না। এ ছাড়া সরেজমিন গিয়ে তদন্তসাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।