শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শিক্ষক পেটানোর মামলায় একজন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল হাই সিদ্দিকীকে মারধরের ঘটনায় করা মামলায় পাঁচ দিন পর নূর মোহাম্মদ সাবিরি লিটন নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে বিশেষ অভিযান চালিয়ে গত বৃস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। লিটন কুড়িগ্রাম পৌর এলাকার গুয়াতিপাড়ার আবদুর সাবের মিয়ার ছেলে। শিক্ষককে মারধরের মামলার অন্য আসামিরা হলো- মাসুদ রানা, ফরিদুজ্জামান মন্ডল রুমন, আমিনুল ইসলাম ও আলতাফুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রবিবার ছড়িয়ে পড়ে একটি সিসিটিভি ফুটেজ।

এতে দেখা যায়, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াসমিন আরা হক নিজের চেয়ারে বসে আছেন। তার বিপরীত দিকে মাসুদ রানাসহ কয়েকজন সিনিয়র শিক্ষক আবদুল হাই সিদ্দিকীর ওপর চড়াও হন। অন্য শিক্ষকরা মাসুদ রানাকে থামানোর চেষ্টা করলেও তিনি নিবৃত হননি। হামলার ঘটনাটি ঘটে গত রবিবার দুপুরে। ওই রাতেই মামলা হয়।

এ ঘটনায় ওই দিন রাতে নির্যাতনের শিকার শিক্ষক বাদী হয়ে চারজনের নামোল্লেখ ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেন।

সর্বশেষ খবর