মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টঙ্গীতে হঠাৎ বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে হঠাৎ বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত

গাজীপুরের টঙ্গীতে হঠাৎ বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপাত। চুরি, ছিনতাই, হামলা, স্কুলের মোড়ে মোড়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা, মাদক ব্যবসাসহ নানা অপর্কমের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এরা সরকারদলীয় নেতাদের নাম ভাঙিয়ে দেদার চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। এতে এলাকায় আতঙ্ক রিবাজ করছে। পুলিশ এসব কিশোর গ্যাংদের কঠোর হস্তে দমন না করলে এর ভয়াবহতা আরও বেড়ে যাবে বলে মনে করছেন এলাকাবাসী। সরেজমিন ঘুরে ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের টঙ্গীতে হঠাৎ বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। স্থানীয় থানা পুলিশের কড়া নজর না থাকায় জড়িয়ে পড়ছে নানা অপরাধে। চুরি, ছিনতাই, হামলা, স্কুলের মোড়ে মোড়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত, মাদক ব্যবসা, দলীয় মিটিং-মিছিলসহ সব জায়গাতেই তাদের বিচরণ। সংঘবদ্ধ এসব কিশোর গ্যাং এখন সমাজের বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া আদর্শপাড়া এলাকায় পোশাক শ্রমিক রবিউল ইসলাম রনিকে কুপিয়ে জখম করে। এ ঘটনার পর জড়িতদের গ্রেফতারের দাবিতে খঁপাড়া সড়ক বন্ধ করে এক ঘণ্টা বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। এভাবে টঙ্গীর গোপালপুর, পাগাড়, আরিচপুর, বৌ-বাজার, দত্তপাড়া, টঙ্গীর শিলমুন, ঝুগিবাড়ির টেক, মরকুন টেকপাড়া, তিস্তার গেট, হাজি মাজার বস্তি, সান্দারপার বস্তি, এরশাদনগর, নোয়াগাঁও, মাছিমপুর, মিল গেইট, আমতলি, নিমতলী, মধুমিতা, আউচপাড়া, কলেজ গেট, গাজীপুরা, সাতাইশ, মোল্লাবাড়ি, মুদাফাসহ বিভিন্ন এলাকায় উৎপাত বেড়েছে।

পুরো এলাকাজুড়ে কিশোর গ্যাংয়ের উৎপাত। ফোন দিলেই ২০/৫০ জন হাজির। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিটি ওয়ার্ডে কিশোর গ্যাংদেও উৎপাড় বাড়ছে। মাঝখানে কিশোর গ্যাংদের বিরুদ্ধে অভিযান চলছিল, তখন একটু শান্ত ছিল। অভিযান নেই, উৎপাত বেড়েছে। একর পর এক ঘটনা আছেই। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর