শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাইতে আর চিন্তা নাই শইল্লে জার লাগতো না

বসুন্ধরার কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ

ময়মনসিংহ প্রতিনিধি

রাইতে আর চিন্তা নাই শইল্লে জার লাগতো না

ময়মনসিংহের নান্দাইলে নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয় -বাংলাদেশ প্রতিদিন

‘রাইতে আর চিন্তা নাই, শইল্লে জার (ঠাণ্ডা) লাগতো না। কম্বলডা মেলা মুডা। মেলা সুন্দর।’ কথাগুলো বলছিল সাত বছরের শিশু মাইমুনা আক্তার। বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে এভাবেই শিশুটি তার মায়ের কাছে নিজের অভিব্যক্তি প্রকাশ করে। ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁওয়ে কালের কণ্ঠ শুভ সংঘের মাধ্যমে ৪৫০ জন অসহায় নারী-পুরুষ-শিশু ও প্রতিবন্ধীর মধ্যে গতকাল বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে নান্দাইলে ৩০০ ও গফরগাঁওয়ে দেওয়া হয় ১৫০টি কম্বল। নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের পূর্ব শিবনগর গ্রামে ও সদরের সমূর্তজাহান মহিলা কলেজে শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান ও কালের কণ্ঠের মানবসম্পদ বিভাগের ম্যানেজার মোর্শেদ আলমের নেতৃত্বে কম্বল বিতরণ করা হয়। তাদের সঙ্গে ছিলেন উপজেলা শুভ সংঘ সভাপতি সোহাগ আকন্দ, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান হৃদয়, যুগ্ম সাধারণ শুভ, সাজিদ, বিজয়, রাসেল, মাজহারুল, দিদার ও মামুন। বিতরণ অনুষ্ঠানে নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া বলেন, আমি সব সময় বসুন্ধরার এসব কাজ দেখে অভিভূত হই। তাদের এই মানবিক কাজ অন্যদের জন্য উদাহারণ হয়ে থাকবে। নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বলেন, প্রতি বছরই তারা কম্বলসহ ত্রাণসামগ্রী দেন। তাদের উপহার সামগ্রী পেয়ে গ্রামীণ জনপথের অসংখ্য মানুষ প্রতিনিয়ত উপকার পাচ্ছেন। আমি বসুন্ধরা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দীর্ঘায়ু কামনা করছি। গফরগাঁওয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শুভ সংঘের প্রধান উপদেষ্টা ডা. কে এম এহসান, সভাপতি আবদুল হামিদ বাচ্চু, প্রবীণ সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার, শুভ সংঘের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ ফারুকী, কোষাধ্যক্ষ শ্রী অনীল রায়, মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত পৌর কাউন্সিলর পারভীন আক্তার প্রমুখ।

 

সর্বশেষ খবর