শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চকরিয়ায় ছয় ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরোয়ানা জারি

কক্সবাজার প্রতিনিধি

চকরিয়ায় ছয় ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরোয়ানা জারি

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চাপায় একসঙ্গে ছয় ভাই নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। গতকাল চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হোসাইন শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে মামলার পলাতক আসামি তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অপর আসামি পিকআপচালক সাহিদুল কারাগারে ও গাড়ির মালিক মাহমুদুল জামিনে রয়েছেন। গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপের চাপায় হাসিনাপাড়ার সুরেশ চন্দ্র সুশীলের ছয় ছেলে অনুপম (৪৬), নিরুপম (৪০), দীপক (৩৫), চম্পক (৩০), স্মরণ (২৯) ও রক্তিমের (৩২) মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্লাবন সুশীল (২৫) ও তার বোন হীরা সুশীল (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন। এ ঘটনায় প্লাবন সুশীল বাদী হয়ে তিনজনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন।

সর্বশেষ খবর