শিরোনাম
শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দিনাজপুরে লিচুবাগানে ম ম গন্ধ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে লিচুবাগানে ম ম গন্ধ

মুকুলে ভরে গেছে লিচু গাছ। দিনাজপুরের বাগানের ছবি -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের লিচুগাছের সবুজ পাতার ফাঁকে এখন মুকুলের সমারোহ। জেলার বিভিন্ন লিচুবাগান থেকে ছড়িয়ে পড়েছে ম ম গন্ধ। লাভজনক হওয়ায় প্রতি বছরই দিনাজপুরে বাড়ছে লিচুর চাষ। এরই মধ্যে গাছে ৩০ ভাগ মুকুল এসেছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার লিচুর বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা।

দিনাজপুরের বিভিন্ন জাতের লিচুর মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি আর দেশি লিচুর গাছ মুকুলে ছেয়ে গেছে। মুকুল দেখে অনেক মালিক আশাবাদী, বাগান বিক্রি করে এবারও লাভবান হবেন তারা। বৈশাখ মাসে লিচু পাকা শুরু হয় এবং বাজারে পাওয়া যাবে। এরই মধ্যে বাগান নিয়ে বেচা-কেনা শুরু হয়েছে। এ অঞ্চলে লিচুবাগান নিয়ে চার মাস ব্যবসা চলে। পুলহাট-মাসিমপুরের আসাদুজ্জামান লিটন জানান, দক্ষিণ কোতোয়ালি ও মাসিমপুরসহ আশপাশে কিছু এলাকায় ভিটা, জমি, বসতবাড়ি এবং জমিতে লাগানো গাছেই এক সময়ে ছিল লিচুর আবাদ। এখন বিস্তৃত হয়েছে লিচু চাষ। অনেকে লিচুবাগানে বিভিন্ন সবজিও চাষ করছেন। মোসাদ্দেক হোসেন নামের একজন জানান, একটি বড় গাছে ২০-২৫ হাজার পর্যন্ত এবং সবচেয়ে ছোট গাছে এক থেকে দেড় হাজার লিচু পাওয়া যায়। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, গত বছর দিনাজপুরে ৫৬১০ হেক্টর জমিতে লিচুগাছ ছিল। এবার কিছু বাড়তে পারে। এ ছাড়া কিছু বাড়ি, বাড়ি-সংলগ্ন ভিটা জমিতে দুই-চারটি লিচুগাছ রয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ বিভাগ।

সর্বশেষ খবর