রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চিলমারী-রৌমারী ফেরি জুনে চালু হচ্ছে

কুড়িগ্রাম প্রতিনিধি

চিলমারী-রৌমারী ফেরি জুনে চালু হচ্ছে

কুড়িগ্রামের চিলমারী নৌঘাট -বাংলাদেশ প্রতিদিন

আগামী জুনে শুরু হচ্ছে কুড়িগ্রামের চিলমারী-রৌমারী ফেরি চলাচল। এতে জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। ২১ কিলোমিটার ফেরি সার্ভিস চালুর মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে দুই উপজেলার মানুষের। গতকাল ফেরি চলাচলের সম্ভাব্যতা যাচাই ও রুট পরির্দশন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তারা চিলমারী ও রৌমারী উভয় প্রান্তের ঘাট, সংযোগ সড়ক ও নদীর নাব্য যাচাই করে এ মতামত দেন। প্রতিনিধি দলে ছিলেন বিআইডব্লিউটিসির জেনারেল ম্যানেজার (মেরিন) হাসেমুর রহমান, পরিচালক এসএম আশিকুজ্জামান, নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান বিদ্যুৎ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আরিফ প্রমুখ। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, রৌমারী ও রাজীবপুর উপজেলার ইউএনও ও উপজেলা প্রকৌশলীগণ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া কুড়িগ্রাম সফরে এসে রৌমারী ও রাজীবপুর উপজেলা পরিদর্শন করেন। তার কাছে চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চালুর দাবি জানান স্থানীয়রা। তিনি তাৎক্ষণিক তার সফরসঙ্গী নৌপরিবহন সচিব ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে নৌরুটে ফেরি চালুর সিদ্ধান্ত হয়। এলাকাবাসী জানান, ফেরি সার্ভিস না থাকায় স্বাধীনতার পর থেকে রৌমারী ও রাজীবপুর উপজেলার কয়েক লাখ মানুষ নৌকায় ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে জেলা সদরে এসে প্রশাসনিক, ব্যক্তিগত ও আদালত সংক্রান্ত কাজ করতেন। বন্যা ও ঝড়ে ঝুঁকি এবং গীষ্মকালে নাব্য সংকটে যাতায়াত ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। অপচয় হয় প্রচুর সময়। ফেরি সার্ভিস চালু হলে শুধু চিলমারী-রৌমারী-রাজীবপুর নয়, কুড়িগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হবে, যাতায়াত খরচও কমবে। বিআই ডব্লিউটিসির জেনারেল ম্যানেজার (মেরিন) হাসেমুর রহমান জানান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নির্দেশে তারা ফেরি চলাচলের সব কারিগরি দিক সরেজমিনে পরিদর্শনের জন্য এসেছেন। শিগগিরই এই রুটের নাব্য ধরে রাখতে ডেজিংসহ অন্য কাজ করা হবে। পাশাপাশি দুই দিকের ঘাটের উন্নয়নও করা হবে।

সর্বশেষ খবর