রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নিরাপদ সড়ক দাবি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার প্রতিবাদ এবং সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তৃতা করেন গণিত বিভাগের চেয়ারম্যান মুছা মিয়া, ছাত্রলীগ নেতা মানিক শীল, হুমায়ন কবির প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশে সিএনজি চাপায় আহত হন শিক্ষার্থী ইমন।          

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর