রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

তিন ফসলি জমির মাটি বিক্রি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে দেদার বিক্রি হচ্ছে তিন ফসলি জমির ওপরিভাগের মাটি। এতে জমির উর্বরতা হারিয়ে হুমকির মুখে পড়েছে কৃষিপণ্য উৎপাদন। খনন যন্ত্র দিয়ে দিনের পর দিন আইন অমান্য করে প্রকাশ্যে শত শত বিঘা কৃষি জমি ধ্বংস করা হলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। অতিরিক্ত টাকার লোভে কৃষকরা জমিতে ইরি ধানের চারা না লাগিয়ে মাটি বিক্রি করছেন। কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন, সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের কিসামত কামার পুকুর, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন ও নীলফামারী সদর উপজেলার বিভিন্ন গ্রামে খনন যন্ত্র দিয়ে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। ৩-৪ ফুট গভীর করা হচ্ছে তিন ফসলি জমি।

এতে ওই জমি পরিণত হচ্ছে ডোবা-নালায়। কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, জমির ওপরের ছয় থেকে আট ইঞ্চি পর্যন্ত মাটি হলো টপ সয়েল। ওই অংশে উর্বরা শক্তি থাকে। কৃষকরা না বুঝে জমির উর্বরা শক্তিই বিক্রি করে দিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর