শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিএনপির ৪১ নেতা কর্মীর নামে মামলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪১ জনের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহালম বাদী হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ বলেন, এটা গায়েবি ও মিথ্যা মামলা। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, মৌচাক এলাকায় নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে বিএনপির ৪১ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। জানা যায়, বৃহস্পতিবার বিকালে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিলসহ নাশকতার চেষ্টা চালান। পুলিশ বাধা দিলে তা উপেক্ষা করে মিছিলের চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে ছাত্রদলের সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় তিনটি তাজা ককটেল। এ ঘটনায় রাতেই মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর