বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বর্জ্য থেকে হবে বিদ্যুৎ উৎপাদন

টঙ্গী প্রতিনিধি

বর্জ্য গাজীপুরবাসীর জন্য অভিশাপ। এ অভিশাপ থেকে রক্ষায় প্রধানমন্ত্রী ১০০ বিঘা জমি বরাদ্দ দিয়েছেন। এ জমি অধিগ্রহণের বিষয়টি চার ধারায় রয়েছে। এ ছাড়া নগরীর বর্জ্য থেকে উৎপাদন করা হবে বিদ্যুৎ। এ প্রকল্প প্রক্রিয়াধীন। এসব বাস্তবায়ন হলে গাজীপুরের মানুষ সুফল ভোগ করবে। টঙ্গী জোনে সাংবাদিকদের সঙ্গে গতকাল মতবিনিময়কালে এ কথা বলেন গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। তিনি বলেন, আমি ২৮ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা দিয়ে আসছি। আশা করছি আগামী সিটি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক আমার হাতেই তুলে দেবেন। যদি তা না হয় তবে বঙ্গবন্ধুকন্যা যাকে দলীয় মনোনয়ন দেবেন তার হয়েই কাজ করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর