রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভুয়া প্রতিষ্ঠান খুলে গ্রাহকের টাকা নিয়ে উধাও

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে ভুয়া শাখা অফিস খুলে কর্মী ও গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে প্রতিষ্ঠান প্রধান শাহিনুর ইসলাম। সৈয়দপুরে উপজেলা শহরের উপকণ্ঠে শান্ত টাওয়ারে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের নামে দুটি শাখা অফিস খুলে ওই প্রতারণা করা হয়। এ ঘটনায় প্রতারণার শিকার নিয়োগপ্রাপ্ত হিসাবরক্ষক আফসানা আফরিন বাদী হয়ে তিনজনের নামে গতকাল সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ভুয়া দুই প্রতিষ্ঠানের এজিএম পরিচয় দানকারী শাহিনুর ইসলামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পুটিমারী গ্রামে। অপর অভিযুক্তরা হলেন- শহিদুজ্জামান শহিদ ও মোসলেম উদ্দিন। প্রায় তিন মাস আগে শহরের উপকণ্ঠে ওয়াপদা এলাকায় ফ্ল্যাট ভাড়ায় নেয় শাহিনুর। এরপর সেখানে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখা অফিসে জনবল নিয়োগের নামে বিজ্ঞপ্তি প্রকাশ করে। চটকদার বিজ্ঞপ্তি দেখে এলাকার বেকার যুবক-যুবতী বিভিন্ন পদে আবেদন করেন। ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটসহ পিয়ন পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগকৃতদের মোটা অঙ্কের বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে পদ অনুযায়ী ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানত নেন। কর্মীরা মাঠ পর্যায়ে গৃহনির্মাণ, কৃষি খাত ও কুটির শিল্পের ওপর ঋণ দেওয়ার নামে গ্রাহক সংগ্রহ করেন। গ্রাহকদের কাছ থেকে প্রতি লাখে ৫ হাজার টাকা হিসেবে জামানত নেওয়া হয়। ইন্স্যুরেন্সে ৫ থেকে ১৫ বছর মেয়াদি বীমা খুলে গ্রামের মানুষের কাছ থেকে পৃথক অঙ্কের প্রিমিয়াম সংগ্রহ করা হয়। এভাবেই ওই দুটি প্রতিষ্ঠানের নামে প্রায় ১০ লাখ টাকা সংগ্রহ করে প্রতারক শাহিনুর ইসলাম উধাও হন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর