রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

গৃহবধূ হত্যায় স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী দুলাল মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব। জামালপুরের বকশীগঞ্জ থেকে গত শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে। দুলাল মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল পূর্বপরিকল্পিতভাবে তার স্ত্রীকে গলা চেপে হত্যার পর মুখে বিষ ঢেলে দেওয়ার কথা স্বীকার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

র‌্যাব জানায়, ১৮ মাস আগে শিমুর বিয়ে হয় মিঠাপুকুরের দূর্গাপুর রশনিপাড়ার দুলাল মিয়ার সঙ্গে। বিয়ের পর থেকে স্বামী, শ্বশুর ও শাশুড়ি যৌতুকের জন্য তাকে নির্যাতন করতে থাকে। এর জেরে গত ৭ মার্চ স্বামী দুলাল মিয়া, শ্বশুর বাবুল ও শাশুড়ি দুলালী গৃহবধূ শিমুকে মারপিট করে শ্বাসরোধে হত্যা করে। ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য শিমুর মুখে কীটনাশক ঢেলে দেয় তারা। এ ঘটনায় শিমুর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা করেন।

সর্বশেষ খবর