বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাড়ি এবং ব্যবসায়িক কার্যালয়ে হামলা ভাঙচুর করেছেন জাতীয় পার্টি জেপির (মঞ্জু)-এর নেতা-কর্মীরা। হামলায় উপজেলা ছাত্রলীগের ১০ জন আহত হয়েছেন। অন্যদিকে জেপি (মঞ্জু) সমর্থিত নেতা-কর্মীরা অভিযোগ করেন, তেলিখালীতে ইফতার পার্টি শেষে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে তাদের তিন-চারজন নেতা-কর্মী আহত হন। ভান্ডারিয়া উপজেলা সদর ও তেলিখালী ইউনিয়নে সোমবার রাতে এ ঘটনা ঘটে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম জানান, তেলিখালীতে একটি ইফতার পার্টিতে জেপি (মঞ্জু)-এর নেতা-কর্মীরা শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করলে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। কিছু সময় পরে জেপি নেতা-কর্মীরা দেশি অস্ত্র নিয়ে তার ব্যবসায়িক কার্যালয়ে হামলা লুটপাট করে।

পরে তার বহুতল ভবনেও ভাঙচুর চালায়। ভান্ডারিয়া জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জ্বল বলেন, তেলিখালীতে ইফতার অনুষ্ঠানে গেলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ওপর হামলা করে। হামলাকারীরা তাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। ভান্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামান জানান, তেলিখালী এলাকায় একটি ইফতার পার্টি শেষে ছাত্রলীগ ও জেপি (মঞ্জু) গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয় আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ খবর