শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রাস্তা-সেতুর অভাবে দুর্ভোগ

গাইবান্ধা প্রতিনিধি

রাস্তা-সেতুর অভাবে দুর্ভোগ

ঘাঘট নদীতে নড়বড়ে বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার -বাংলাদেশ প্রতিদিন

সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘাঘট নদবিধৌত গ্রাম মহিষবান্দী। এ গ্রামে ‘দ্বীপ’ হিসেবে পরিচিত ‘মহিষবান্দী পূর্বপাড়া’। এখানে প্রায় ২২টি পরিবার নদবন্দি হয়ে পড়েছে। তাদের চলাচলের জন্য নেই কোনো রাস্তা। পারাপারের জন্য আছে একটি নড়বড়ে বাঁশের সাঁকো। ঝুঁকিপূর্ণ এ সাঁকো আর অন্যের জমির আইল দিয়ে চলাফেরা করতে হয় মানুষের। এতে নানা দুর্ভোগের শিকার হয় তারা। গ্রামবাসী জানায়, ঘাঘটের ওপর স্থানীয় উদ্যোগে তৈরি বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে শিশু, শিার্থীসহ নানা বয়সের মানুষ। ওপারে পৌঁছে নেই কোনো রাস্তা। বাধ্য হয়ে কৃষকের জমির আইল দিয়ে হেঁটে উঠতে হয় মূল সড়কে। এখানে একটি রাস্তা ও ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। স্থানীয় রসুলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘গ্রামের মানুষের দুর্ভোগের অন্ত নেই। এখানে রাস্তা ও ব্রিজ নির্মাণ জরুরি। সংশ্লিষ্টদের কাছে লিখিত আবেদন করা হবে।’

সর্বশেষ খবর