শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

দিনাজপুর প্রতিনিধি

কড়া রোদ উপেক্ষা করে কৃষকের খেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিল দিনাজপুরের ছাত্রলীগ নেতা-কর্মীরা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর সদরের মাসিমপুরে কৃষক ছোবের আলীর ধান কাটেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। দিনাজপুর জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই ধান কাটায় অংশ নেন। ওই কৃষক ছোবের আলী জানান, একদিকে বেশি মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না ধানকাটা শ্রমিক, আবার কড়া রোদের তাপ এবং মাঝে মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ দেখে মনে হচ্ছে কখন আবার বুঝি শিলাবৃষ্টি হয়। তাই ধান কাটা নিয়ে একটু দুশ্চিন্তা কাজ করছিল। তবে ছাত্রলীগের নেতারা গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত খেতের ধান কেটে আমার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এতে আমি অনেক খুশি হয়েছি এবং চিন্তা দূর হয়েছে। এদিকে জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক ছাত্রলীগ জনসাধারণের সুখে-দুখে পাশে আছে, থাকবে। কাটা ধান বাড়ি পৌঁছে দিয়ে কৃষকের মুখের হাসি ও অশ্রুভেজা চোখ দুটি দেখে আত্মতৃপ্তির কথাও প্রকাশ করেন ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরী। তিনি আরও বলেন, সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের সহযোগিতায় আমরা সর্বদা তৎপর রয়েছি।

সর্বশেষ খবর