শিরোনাম
সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

রংপুরে দুই ভুয়া পরীক্ষার্থীকে দন্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগাছা উপজেলায় দাখিল পরীক্ষায় দুই ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল সকালে পরীক্ষা চলাকালীন পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদরাসা কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। ভুয়া পরীক্ষার্থীরা হলেন, কাউনিয়া উপজেলার ও মীরবাগ ডিগ্রি কলেজের প্রথমবর্ষের ছাত্র বিপুল মিয়া (২২) এবং সুন্দরগঞ্জ উপজেলার আক্কাস মিয়া (২৩)। তাদের একজনকে ছয় মাস এবং আরেকজনকে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকালে পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে পরীক্ষা শুরুর আগে মাদরাসার গেটে তল্লাশির সময় বিপুল মিয়াকে কেন্দ্র সচিব ও পরীক্ষা চলাকালীন সময় আক্কাস মিয়াকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। শুরুতে তাদের উভয়ের বয়স বেশি বলে প্রতীয়মান হওয়ায় তাদের আটক করা হয়। পরে প্রবেশপত্রে দুই ভুয়া পরীক্ষার্থীর নাম ও ছবির মিল না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর