শিরোনাম
সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

মাদক মামলায় যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৬০০ গ্রাম আফিম ও ৪০০ গ্রাম হেরোইন মামলায় মো. আনশুর আলী (৪০) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। দ প্রাপ্ত মো. আনশুর আলী চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চরশেখালীপুর রাবণপাড়া গ্রামের  মো. জাকাতুল্লাহর ছেলে। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ মার্চ ভোরে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চরশেখালীপুর রাবণপাড়া তৈয়বহাজীর টোলা গ্রামে আনশুরের বাড়িতে ডিবি অভিযান চালিয়ে টিস্যু ব্যাগের মধ্যে ১৩টি পলিথিনে ১ কেজি ৬০০ গ্রাম আফিম ও ৪০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। এ ঘটনায় ডিবির এসআই অনুপ কুমার সরকার বাদী হয়ে আনশুর আলী ও পলাতক আমিনুল ইসলামকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন।

অধিক তদন্ত শেষে মামলার (তদন্ত কর্মকর্তা) এসআই রিপন কুমার সরকার ২০২২ সালের ২৭ মে তাদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে গতকাল দুপুরে আদালতের বিচারক ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৮(গ) ধারায় যাবজ্জীবন ও ৬(গ) ধারায় ১০ বছর কারাদ  প্রদান করেন। এ ছাড়া দোষী প্রমাণিত না হওয়ায় আমিনুল ইসলামকে খালাস দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর