বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ২১

গাজীপুর প্রতিনিধি

কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ২১

বিস্ফোরণে ধসে পড়ে দেয়াল

গাজীপুরে একটি পোশাক কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দগ্ধ ও আহত হয়েছেন ২১ শ্রমিক। গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানার দক্ষিণ জরুন এলাকায় মণ্ডল গ্রুপের কটন বিডি লি. নামের কারখানায় সোমবার এ ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার পর ওই কারখানায় গ্যাস লাইন লিকেজ হয়ে গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ হয় ও আগুন ধরে যায়। কারখানার ব্যবস্থাপনায় আগুন নেভানো হয়। দগ্ধ ও আহতদের স্থানীয় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে তবে তারা শঙ্কামুক্ত। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, কারখানার লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়। আহত ১৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ফজলু, সোহেল, চান মিয়া, সবুর, কামাল, আবুল হোসেন, আরিফুল ইসলাম, রাকিব, রাসেল, রাকিব, হারুন-অর রশীদ, তসিরুল, আল-আমিন, আসলাম হোসেন, ফজলুল হক, খোকন ও আবদুল হক।

মে দিবসে মিল-কারখানা বন্ধ থাকায় গ্যাস লাইনে গ্যাসের চাপ (প্রেসার) বেড়ে যায়। অতিরিক্ত চাপে বা গ্যাস লাইনে ওভারফ্লোর কারণে গ্যাস সরবরাহ রুমের (আরএমএস) একটি বাল্ব লিকেজ ও বিস্ফোরণ হয়। কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, বন্ধের দিন কারখানায় রক্ষণাবেক্ষণের কাজ চলছিল।

সর্বশেষ খবর