বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যূনতম ৭ হাজার টাকায় উন্নীত করাসহ বিভিন্ন দাবিতে গতকাল গাইবান্ধায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৯টি সংগঠন মিলিতভাবে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। গাইবান্ধা সদর উপজেলা, ফুলছড়ি, সাঘাটা, পলাশবাড়ি ও সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিবন্ধী শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, আগামী বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যূনতম ভাতা ৭ হাজার টাকায় উন্নীত করার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া চাকরি ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি, শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি নিশ্চিতকরণ, সরকারি বেসরকারি সব সেবার তথ্যভান্ডারে প্রতিবন্ধীদের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। সরকার এসব দাবি না মানলে আগামীতে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দেন।

অধিকার চাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, রাশিদুল শেখ, আবদুর রশিদ প্রমুখ।

সর্বশেষ খবর