বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

চার কারখানাকে জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি ও মৌচাক এলাকায় চারটি প্লাস্টিক ও খাদ্যপণ্য উৎপাদন কারখানাকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন ভোজ্য তেল, লবণ ও প্লাস্টিক পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। সোমবার র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গত রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। র‌্যাব জানায়, অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদন ও অনুমোদনহীন লোগো ব্যবহার করায় আল-আমিন প্লাস্টিক অ্যান্ড এসএসএম কোম্পানিকে ৫০ হাজার, সরকার প্লাস্টিককে ১০ হাজার, মৌচাক এলাকার ইউনিক পলিমারকে ১৫ হাজার এবং ইফাদ প্লাস্টিক কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর