রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

নলডাঙ্গায় খাল খনন কার্যক্রম শুরু

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ও খাজুরা ইউনিয়নের শ্রীপতিপারা কুচামারা খাল থেকে গৌরীপুর ব্রিজ পর্যন্ত ১৩ দশমিক ৪৫ কিলোমিটার খনন কাজ গতকাল উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সেচ সম্প্রসারণ সদর দফতরের নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা, সেচ প্রকল্পের নাটোর জোনের সহকারী প্রকৌশলী আহসানুল করিম, উপ-সহকারী প্রকৌশলী মুজিবর রহমান আবদুল মতিন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুস শুকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল আলিম প্রমুখ। এ খাল খননের ফলে ২ হাজার ৬৪০ কৃষকের ১ হাজার ৮০০ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে।

সর্বশেষ খবর