মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

অবৈধ বালু তোলায় হুমকিতে সেতু

মো. শামীম কাদির, জয়পুরহাট

অবৈধ বালু তোলায় হুমকিতে সেতু

অবৈধভাবে বালু ও মাটি কেটে নেওয়ায় নির্মাণের আগেই হুমকির মুখে পড়েছে জয়পুরহাটের পাঁচবিবির ছোট যমুনা নদীর ওপর নির্মাণাধীন বাগজানা সেতু। সেতুটি রক্ষায় জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। প্রকৌশল বিভাগের দাবি, স্থানীয় বালুমহাল ইজারাদার অবৈধভাবে নদীর উভয় পাশের বালু ও মাটি কেটে নেওয়ায় বর্ষা মৌসুমে সেতুটি হুমকির মুখে পড়বে। জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ও ধরঞ্জী ইউনিয়নের মানুষের যোগাযোগ সহজ করতে কুটাহারা-বাগজানা এলাকায় ছোট যমুনা নদীর ওপর ৯৬ মিটার গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতুটি নির্মাণ করছেন মেসার্স বিএইচবি-লিটন জেভি ও মেসার্স লিটন ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজ শুরুর পর উভয় পাশের নদীর পাড় থেকে ট্রাকে মাটি ও বালি কেটে নেওয়ায় সেতুসংলগ্ন নদী প্রশস্ত ও বড় বড় গর্ত হয়েছে। প্রবল স্রোতে সেতুর সংযোগ সড়ক ভেঙে যেতে পারে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর