শিরোনাম
রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নরসিংদীতে জাপার সম্মেলন

নরসিংদী প্রতিনিধি

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, ক্ষমতা দখলের প্রতিযোগিতায় দুটি রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করে তুলছে। মানুষ এ অনিশ্চয়তা থেকে মুক্তি চায়। তিনি বলেন, এরশাদ শাসনামলে মানুষ শান্তিতে ছিল, ভাত-কাপড়ের নিশ্চয়তা ছিল। জনগণ আবার এরশাদের স্বর্ণযুগে ফিরে যেতে চায়। গতকাল নরসিংদী পৌর মিলনায়তনে শহরে সদর উপজেলার জাপার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকা বলেন, জাতীয় পার্টি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাস করে। এর জন্য আমরা পার্টিকে তৃণমূলে আরও শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা কারও বি-টিম হতে চাই না। কারণ, আমাদের উজ্জ্বল অতীত রয়েছে। তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সভায় সভাপতিত্ব করেন মো. নুরুল ইসলাম। এ সম্মেলনে জেলা বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ব্যান্ড পার্টি ও ব্যানার প্ল্যাকেট নিয়ে সম্মেলনস্থলে আসেন। পুরো সম্মেলন এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর