শুক্রবার, ২ জুন, ২০২৩ ০০:০০ টা

বালু তোলায় হুমকিতে জমি

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার মাধবপাশা-দেওয়াডাঙ্গা খেয়াঘাট এলাকা থেকে বালু তোলা বন্ধ এবং ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর আয়োজনে গতকাল দুপুরে খেয়াঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন- কাজল মোল্যা, তৈয়বুর গাজী, সেলিম হোসেন, কৃষক হালিম, জয়নাল, ইলিয়াস প্রমুখ। বক্তারা বলেন, নবগঙ্গা নদীর মাধবপাশা-দেওয়াডাঙ্গা খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন অব্যাহত থাকায় নদী পাড়ের ফসলি জমি, হাটবাজার, বাড়িঘর, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। এতে কৃষিনির্ভর লোকজন দুশ্চিন্তায় আছেন। ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালু তোলা অব্যাহত থাকায় নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে রয়েছে বাড়িঘর। বক্তারা দ্রুত বালু তোলা বন্ধসহ ইজারা বাতিলের দাবি জানান।

বক্তারা আরও জানান, গত বছর উচ্চ আদালতে রিট করার পর বালু উত্তোলন বন্ধ ছিল। তবে এ বছর আবারও তা শুরু হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর