শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

হিলি স্থলবন্দর দিয়ে এক দিনে ৫৭ টন কাঁচা মরিচ আমদানি

হিলি প্রতিনিধি

হিলি স্থলবন্দর দিয়ে এক দিনে ৫৭ টন কাঁচা মরিচ আমদানি

দেশের বাজারে কাঁচা মরিচ সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। এক দিনেই ৫৭ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। গত বৃহস্পতিবার সাতটি ট্রাকে এই কাঁচা মরিচ আসে। হিলি বাজারে সরবরাহ বাড়ায় দেশি কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। গতকাল ২৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে যা এক দিন আগেও ছিল ৩০০ টাকা। বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, দীর্ঘ ১০ মাস বন্ধের পর গত ২৬ জুন থেকে হিলি দিয়ে পুনরায় কাঁচা মরিচ আমদানি শুরু হয়। কাঁচা মরিচ যেহেতু কাঁচাপণ্য ও পচনশীল তাই দ্রুত বন্দর থেকে আমদানিকারকরা যাতে খালাস নিতে পারেন এ জন্য বন্দর কর্তৃপক্ষ সব ব্যবস্থা নিয়েছে।

সর্বশেষ খবর