সোমবার, ১০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ভেঙে পড়ছে দরজা-জানালা নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

ভেঙে পড়ছে দরজা-জানালা নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

পরিত্যক্ত পড়ে আছে হোমনার টেক্সটাইল ফ্যাসিলিটিজ সেন্টারের বিভিন্ন ভবন -বাংলাদেশ প্রতিদিন

হোমনা উপজেলার শোভারামপুর গ্রামে অবস্থিত টেক্সটাইল ফ্যাসিলিটিজ সেন্টার। দীর্ঘদিন বন্ধ থাকায় সেন্টারটি এখন পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে। সেন্টারের ছোট বড় ১০টি ভবনের অধিকাংশের দরজা-জানালা নেই। বাকিগুলোও ভেঙে পড়ছে। নষ্ট হচ্ছে সেন্টারের অব্যবহৃত যন্ত্রপাতি। এটি পুনরায় সচল করার দাবি এলাকাবাসীর। সূত্রমতে, ১৯৬০ সালে ৩ দশমকি ৩৩ একর জমিতে এ সেন্টার প্রতিষ্ঠিত হয়। এখানে টেক্সটাইলের টুইস্টিং, সাইজিং, ডাইং, উইভিং ও ক্যালেন্ডারিংয়ের কাজ হতো। তৈরি হতো লুঙ্গি, শাড়িসহ বিভিন্ন কাপড়। ১০ বছর আগে সেন্টারটির উৎপাদন কমে এসে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সরেজমিন দেখা যায়, হোমনা উপজেলার শোভারামপুর গ্রামটির অবস্থান তিন উপজেলার সংযোগস্থলে। পাশে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর। আরেক পাশে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা। তিতাস নদীর পাড়ে সেন্টারটি গড়ে ওঠে। ছোট-বড় ভবনগুলোতে শ্যাওলা জমেছে। চারদিকে সুনসান নিরবতা। বড় কিছু গাছ এলাকাটি ছায়ায় ঢেকে দিয়েছে। প্রথম দেখায় মনে হবে কোনো ভুতুড়ে বাড়ি। এক পাশে প্রহরী তার পরিবার নিয়ে থাকেন। সীমানাপ্রচীর নেই। দীর্ঘদিন এভাবে পড়ে থাকলে ভূমি দখলের আশঙ্কাও রয়েছে। সেন্টারটির একমাত্র স্টাফ একজন নিরাপত্তা প্রহরী। তার নাম মুজিবুর রহমান। তিনি এই সেন্টারে ২৮ বছর ধরে কাজ করছেন। মুজিবুর বলেন, বিদ্যুৎ সংকট ও যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এটি বন্ধ হয়ে যায়। হোমনা বেসিক সেন্টারের ফিল্ড সুপারভাইজার জাহিদুল হক মিন্টু বলেন, বাংলাদেশ তাঁত বোর্ডের আওতায় এটি পরিচালিত হয়। কিছুদিন আগে সচিব স্যার সেন্টারটি পরিদর্শন করেছেন। আমরা ধারণা পেয়েছি, এখানে টেক্সটাইল-সংক্রান্ত ডিপ্লোমা কোর্স চালু হতে পারে। হোমনার চান্দেরচর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, সেন্টারটি পুনরায় চালু বা ট্রেনিং সেন্টার হলে এলাকার মানুষ উপকৃত হবে।

সর্বশেষ খবর